যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাত্র দেড় মাস ( ৪৫ দিন) আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলে তিনি।
পদত্যাগের ঘোষণায় লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন। যে প্রতিশ্রুতি দিয়ে তিনি কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন, তা পূরণ করতে পারছেন না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় লিজ ট্রাসের পদত্যাগকে স্বাগত জানিয়েছে। তারা এই ঘটনাকে ‘অপমান’ হিসেবে উল্লেখ করে বলেছে, ভয়াবহ নিরক্ষরতার জন্য তিনি (লিজ ট্রাস) স্মরণীয় হয়ে থাকবেন।
লিজ ট্রাসের পদত্যাগের খবরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, একজন প্রধানমন্ত্রীর এমন অমর্যাদা যুক্তরাজ্য এর আগে দেখেনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে লিজ ট্রাস মস্কো সফর করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার দুই অঞ্চলকে তিনি ইউক্রেনের অঞ্চল বলে উল্লেখ করেন। এই ঘটনা ওই সময় রাশিয়ায় ব্যাপক হৈচৈ ফেলে। মূলত এ কারণেই রাশিয়া লিজ ট্রাসের ক্ষেত্রে ‘নিরক্ষরতা’ টার্ম ব্যবহার করেছে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল