রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে ব্লকের সদস্যরা সর্বসম্মতভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রদানে সম্মত হন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইরানের তিন ব্যক্তির সম্পদ জব্দ এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
রাশিয়া সম্প্রতি ইউক্রেনে ইরানের কামিকাজে এবং শাহেদ ড্রোন দিয়ে ব্যাপক হামলা করেছে। যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করছে।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট দেশ চেক প্রজাতন্ত্র। বৃহস্পতিবার বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের দূতরা ড্রোন সরবরাহের জন্য ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্মত হয়েছেন।
নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বিকাল থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিডিপ্রতিতিদিন/কবিরুল