চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের ফাতাহ পার্টিসহ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি সকল প্রধান রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান ধর্মঘট পালন করছে। বুধবার রাত থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। অস্ত্রধারীসহ শত শত ফিলিস্তিনি তরুণ কয়েকটি ফিলিস্তিনি শহর এবং শরণার্থী ক্যাম্পে মিছিল করেছেন।
বৃহস্পতিবার কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষও হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল