মধ্য আফ্রিকার দেশ চাদের দুই শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীর সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার চাদের রাজধানী ও মোউনদুতে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে রাজধানীতেই প্রাণ হারায় কমপক্ষে ৩০ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন বহু মানুষ। তা ছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়ান। সেখানে প্রাণ হারায় কমপক্ষে ৩২ জনের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ