আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের জেনিন শহরে এ ঘটনা ঘটে। নিহতের নাম সালাহ (১৯)।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে গেলে ফিলিস্তিনি নাগরিকরা বাধা দেয়।
এসময় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ইসরায়েলি সেনার একটি গুলি সালাহের গায়ে লাগলে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক