খেরসনের ডিনিপ্রো নদীর ওপর একটি সেতুতে ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।
এই হামলায় রুশপন্থীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় আরও ১৩ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে।
খেরসনের এক রুশপন্থী নেতা জানিয়েছেন, ‘আমি মারা যাওয়া চার জন লোকের সম্পর্কে জানি। তাদের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ। একজনকে আজ সকালেই পাওয়া গেছে।’
রুশপন্থীরা আরও জানিয়েছে, আহতদের মধ্যে সাংবাদিক ও শিশুরা আছে।
ক্রেমলিনের মিত্রদের দাবি মতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা মিরার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ অধ্যুষিত এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল