নেদারল্যান্ডসের কাছে লুট করে নেওয়া ঐহিহাসিক শিল্পপণ্য ফেরত চাইছে ইন্দোনেশিয়া। স্বাধীনতার আগে দেশটি ডাচ কলোনিভুক্ত ছিল। এসময় অনেক মূল্যবান জিনিস ইন্দোনেশিয়া থেকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়।
ঐতিহাসিকভাবে মূল্যবান সেসব মূল্যবান সম্পদ বর্তমানে নানা ডাচ জাদুঘরে রাখা আছে।
জাকার্তা এইসব পণ্যকে লুটের তালিকাভূক্ত করে নেদারল্যান্ডসের কাছে ফেরত চেয়েছে। যার মধ্যে জাভা মানুষদের ফসিল এবং জাভা সভ্যতার নানা নিদর্শনও আছে।
শুক্রবার ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও লুট হয়ে জিনিস ফিরিয়ে আনতে গঠন করা কমিটিতে কাজ করা বন্নেই ত্রিয়ানা বলেন, ‘প্রধান লক্ষ্য হলো এসব বস্তু ফিরিয়ে আনা এবং জ্ঞান উৎপন্ন করা।’
আপাতত নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় মালিকানাধীন জাদুঘর ও সংগ্রহশালাগুলোতে থাকা জিনিসগুলোই ফেরত আনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল