ইরানের দাঙ্গা পুলিশ এক ব্যক্তিকে মারধর ও গুলি করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ব্যাপক সমালোচনার পর তদন্ত শুরু করা হয়েছে। ইরানের পুলিশের সেন্ট্রাল কমান্ড বলছে, আইন অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইরানের দাঙ্গা পুলিশ মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধর করছে। ওই ব্যক্তি পুলিশের লাথি ও মাইর থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছিলেন। পুলিশের এই কর্মকর্তা তাকে ছেড়ে দেওয়ার পর আরেকজন পুলিশ সদস্য তাকে মারধর শুরু করেন। ভিডিওর শেষ পর্যায়ে পুলিশকে কাছ থেকে ওই ব্যক্তির দিকে প্যালেট গান গুলি করতে দেখা যায়। বুধবার ইরানের পুলিশের সেন্ট্রাল কমান্ড এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল