কট্টর ডানপন্থী জেইর বলসোনারোকে হটিয়ে ব্রাজিলের ক্ষমতায় বসার পথে বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা ডি সিলভা। প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই অল্প ব্যবধানে জয় পান লুলা।
তবে লুলার এই জয় মানতে পারছেন না বলসোনারো সমর্থকরা। তারা বুধবার ব্রাজিলের রাস্তায় বিক্ষোভ করেছেন। এবার তারা লুলাকে ঠেকাতে তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
৫১ শতাংশ ভোট পেয়ে লুলা বিজয়ী হওয়ায় তার হাতে ক্ষমতা হস্তান্তর করার পরিকল্পনা করছেন বলসোনারো। আগামী বছরের পহেলা জানুয়ারি তিনি ক্ষমতা নেবেন।
রেইনালডো ডি সিলভা নামের একজন বলসোনারো সমর্থক বলেন, ‘আমাদের প্রত্যাশা এই অবস্থায় সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। আমরা জানি এই নির্বাচন ছিল জালিয়াতিতে ভরা।’
তবে এ বিষয়ে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
বলসোনারো আগেও সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। সেনাবাহিনীর সাথে তার সম্পর্কও নাকি মজবুত।
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল