গুলির ঘটনায় তিন সন্দেহভাজনের নাম জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় রাত আটটার পর পিটিআিইয়ের একজন জ্যেষ্ঠ নেতা এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।
পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা আসাদ উমর বলেন, ‘এই ভিডিও করার ঠিক আগে ইমরান খান আমাদের ডেকে তার পক্ষে জাতির কাছে এই বার্তা প্রকাশের আহ্বান জানিয়েছেন। তিনি (ইমরান খান) বিশ্বাস করেন, এই আক্রমণের পেছনে তিন ব্যক্তি জড়িত। তারা হলেন- শাহবাজ শরিফ (পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী), রানা সানাউল্লাহ (বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী) এবং মেজর জেনারেল ফয়সাল।
ইমরান খান এই তিন ব্যক্তিকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হবে। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল