ইউক্রেন-রাশিয়া ফের বন্দী বিনিময় করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমাক এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।
আন্দ্রি ইয়ারমাক বলেন, আমরা আজকে আরেকটা বন্দী বিনিময় করেছি। ১০৭ সেনাকে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছি। রাশিয়ার কাছে বন্দী সেনাদের ফেরাতে ইউক্রেন সরকার যা প্রয়োজন তা করবে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন তাদের ১০৭ সেনাকে মুক্তি দিয়েছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন থেকে মুক্তি পাওয়া সেনাদের চিকিৎসার জন্য মস্কোতে নেওয়া হবে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে রাশিয়া–ইউক্রেন সবচেয়ে বড় বন্দী বিনিময় করে। ওই সময় উভয় পক্ষ ৩০০ সেনাকে ছেড়ে দেয়। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল