তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে খাদ্য শস্য পাঠাতে সম্মত হয়েছেন তিনি। শুক্রবার ইস্তামবুলে ব্যবসায়ীদের সঙ্গে এক কর্মসূচিতে বক্তব্যে এরদোয়ান এই কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে ফোনকলে আফ্রিকার দরিদ্র দেশ জিবুতি, সোমালিয়া এবং সুদানে বিনামূল্যে খাদ্যশস্য পাঠানোর বিষয়ে সম্মত হয়েছি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়া কৃষ্ণসাগরের বন্দর দিয়ে খাদ্য শস্য পরিবহন চুক্তিতে ফেরার দুইদিন পর এরদোয়ান এই মন্তব্য করলেন। এই চুক্তিতে কূটনৈতিকের ভূমিকা পালন করেছে তুরস্ক।
কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন প্রথম খাদ্যশস্য পরিবহন চুক্তি করে গত জুলাইয়ে। কিন্তু আফ্রিকার দরিদ্র দেশের পরিবর্তে খাদ্যশস্য ইউরোপের ধনী দেশগুলোতে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ তুলে রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তপোলে গত সপ্তাহে হামলার জেরে মস্কো চুক্তি প্রত্যাহারের হুমকি দেয়। তবে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া কিছু শর্তের বিনিময়ে পুনরায় চুক্তিতে ফিরেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল