আগাম নির্বাচনের দাবিতে লংমার্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত দুটি প্রদেশে পিটিআই নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
ডনের খবরে বলা হয়েছে, করাচির শার-ই ফয়সালে পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এছাড়া পিটিআই সমর্থকেরা লাহোরে পাঞ্জাব গভর্নর হাউসের কাছে জড়ো হয়। তারা গভর্নর ভবনের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। কিছু বিক্ষোভকারী ভবন ভাঙচুর এবং সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করে।
রাজধানী শহর ইসলামাবাদের পুলিশ বলেছে, পিটিআইয়ের বিক্ষোভকারীরা যানবাহন জিম্মি করেছে। এক টুইট বার্তায় পুলিশ গাড়িতে আগুন না দেওয়ার আহ্বান জানিয়েছে। পৃথক টুইটে পুলিশ রাওয়ালপিন্ডিতে পাথর নিক্ষেপ না করার আহ্বান জানিয়ে বলেছে, জনপ্রতিনিধির উপস্থিতিতে পুলিশের দিকে পাথর নিক্ষেপ খুবই দুঃখজনক ঘটনা। পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইমরান খানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল