ইউক্রেনে পুরোদমে অভিযান চালাতে শীতের জন্য অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবিই করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
তিনি বলেন, ‘(রাশিয়া) দেশটিকে কৌশলগতভাবে ধ্বংস করে দিতে চায়। লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ ছাড়া বসবাস করছে। আর পুতিনের ইচ্ছা দেশটিকে শীতের সময় অন্ধকারে রাখবেন। এটা যুদ্ধাপরাধ।’
বোরেলের মতে, ‘পুতিন সাধারণ শীতের অপেক্ষা করছেন, যে শীত তার সেনাদের সাহায্য করবে।’
জি সেভেন নেতাদের সাথে আলাপকালে বোরেল ইউক্রেনকে আরও সহায়তা করার প্রতিশ্রুতিও দেন।
সূত্র: ইউরো নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল