দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে মার্কিন বি-১বি বোমারু বিমান। সিউলের একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এখবর দিয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মার্কিন-দক্ষিণ কোরিয়া মহড়ায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর বি-১বি মহড়ার শেষ দিনে অংশ নিচ্ছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বি ওয়ান বি শনিবার বিকেল বেলায় মহড়ায় অংশ নেবে।’
বি ওয়ান বি বিমান হলো মার্কিন বিমান বাহিনীর দূর পাল্লায় হামলা চালাতে সক্ষম বিমান। বলা হয়ে থাকে এই বিমান পৃথিবীর সব এলাকাতেই হামলা চালাতে পারবে।
এই মহড়াকে আগ্রাসী কাজ বলে আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারী দিয়েছে উত্তর কোরিয়া।
বিডি প্রতিদিন/নাজমুল