রেকর্ড ৩২ টন গাঁজা’র চালান জব্দ করেছে স্পেনের পুলিশ। যার বাজার মূল্য ৬০ মিলিয়ন পাউন্ড বেশি। এ ঘটনায় জড়িত ২০ জন নারী-পুরুষকেও গ্রেফতার করা হয়েছে। খবর ডেইলি মেইল ও রয়টার্সের।
জানা গেছে, শুকনো গাঁজা প্যাকেট করে সুইজারল্যান্ড-হল্যান্ড-জার্মানি ও বেলজিয়ামের উদ্দেশে পাঠানো হচ্ছিলো। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে গোপন আস্তানায় অভিযান চালায় স্পেনের পুলিশ।
গেল মাসে এ ঘটনা ঘটলেও তা প্রকাশ করা হয় সম্প্রতি। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ পুরুষ ও ১১ নারী রয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক