ফিলিস্তিনের এক ছাত্রকে স্কুলে যাওয়ার পথে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের জেনিনে সোমবার এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মাহমোদ আল সাদি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী সাদিকে পাকস্থলিতে গুলি করা হয়। সাদি নিহত হওয়া ছাড়াও ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক শোক বিবৃতিতে বলেছে, সাদি ফারহাত হাসাদ বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র ছিল। স্কুলে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ৯ ওয়ান্টেড ফিলিস্তিনিকে গ্রেফতারে তারা অভিযান শুরু করেন। এ সময় আক্রমণ হলে তারা পাল্টা গুলি চালান।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘নারকীয় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল