৫ ডিসেম্বর, ২০২২ ১৩:৩৯

রাশিয়ার তেলের ওপর জি-সেভেনের বেঁধে দেওয়া মূল্য কার্যকর শুরু

অনলাইন ডেস্ক

রাশিয়ার তেলের ওপর জি-সেভেনের বেঁধে দেওয়া মূল্য কার্যকর শুরু

গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো

রাশিয়ার সামুদ্রিক তেলের ওপর জি-সেভেনের বেঁধে দেওয়া মূল্য আজ সোমবার থেকে কার্যকর শুরু হয়েছে। গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলো বলেছে, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না।

তবে এই দাম মানতে নারাজ মস্কো। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

তেলের দাম বেঁধে দেওয়ায় খুশি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। নিয়মিত রাত্রিকালীন ভাষণে  রাশিয়ার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দুর্বল বলে সমালোচনা করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর