ইউক্রেনে আবারও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
ইউক্রেনে গত আট সপ্তাহে এটি অষ্টমবারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এবার রাশিয়ার সেনাবাহিনী ৭০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ স্টাফ আনদ্রি ইয়ারমাক যুদ্ধক্ষেত্রের এই খবর নিশ্চিত করেছেন। এছাড়া, স্বয়ং প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের জনগণকে বলেছেন, সেনাবাহিনী রাশিয়ার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
গত অক্টোবর থেকে মস্কো ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনার্জো জানিয়েছে, সোমবারের হামলায় দেশের বেশিরভাগ জ্বালানি ও বিদ্যুত অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে। এই কোম্পানিটি ইউক্রেনের জাতীয় গ্রিড পরিচালনা করে থাকে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/কালাম