৬ ডিসেম্বর, ২০২২ ১৪:২৯

তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক

তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

তুরস্ক-আজারবাইজান প্রতি বছরই যৌথ মহড়া চালায়

বাকুসহ আজারবাইজানের চার স্থানে তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘর্ষ শুরু হয়। যুদ্ধে আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন দেয় তুরস্ক। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, আজারবাইজানের রাজধানী বাকু ছাড়াও আসতারা, জাবরাইল ও ইমিশলি অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় যুদ্ধের আধুনিক সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে— সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ বিভিন্ন বিশেষ ইউনিট এ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার লক্ষ্য যুদ্ধকালীন সময়ে ইউনিটগুলোর মধ্যে সমন্বয় করা, সেনাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা এবং অভিজ্ঞতা বিনিময় ও পেশাদারিত্ব বৃদ্ধি করা।

তুরস্কের কাছ থেকে আজারবাইজান সমরাস্ত্র কিনেছে এবং দুই দেশ প্রতি বছরই যৌথ মহড়া চালায়। সূত্র: ডেইলি সাবাহ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর