৬ ডিসেম্বর, ২০২২ ১৬:০৭

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ৩

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ৩

২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে সংঘাত বিরাজ করছে

থাইল্যান্ডের সমস্যাপূর্ণ দক্ষিণ অঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ৪ জন। পুলিশ জানিয়েছে, মালয়েশিয়া সীমান্তের শঙ্খলা প্রদেশে শনিবারের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে যাচ্ছিলেন একদল কর্মী। এ সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে। শনিবারের ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরত্বে এই বোমা পুঁতে রাখা হয়েছিল।

পুলিশের কর্নেল চার্টচাই চানাসিট বলেন, আমাদের ধারণা শনিবার থেকে সেখানে বোমা রাখা ছিল। তবে এটা ছাড়া আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে সংঘাত বিরাজ করছে। সংঘাতে কমপক্ষে ৭ হাজার মানুষ নিহত হয়েছে। অঞ্চলটি মুসলিম অধ্যুষিত এবং তারা স্বায়ত্তশাসনের দাবি করছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর