যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা করছে। এই মহড়ায় মার্কিন পারমাণবিক অ্যাসেটও অন্তর্ভুক্ত থাকবে। মূলত উত্তর কোরিয়াকে মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই তথ্য জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের উদ্বেগ না হওয়ার জন্য বলেছে। তারাই সব কিছু দেখবে। তবে তা দিয়ে আমাদের জনগণকে আশ্বস্ত করা যাচ্ছে না। এই বিষয়টি মার্কিন প্রশাসনও বুঝতে পারছে। তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় মার্কিন পারমাণবিক ফোর্সের অপারেশনে অংশ নিতে চায় সিউল।
তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র থাকবে যুক্তরাষ্ট্রের অধীনে। কিন্তু পরিকল্পনা, তথ্য ভাগাভাগি, মহড়া ও প্রশিক্ষণ যৌথভাবে হওয়া উচিত। মার্কিন প্রশাসন এ ব্যাপারে ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি।
এদিকে বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল