৭ জানুয়ারি, ২০২৩ ১৬:৪২

এবার স্কুল ছাত্রকে সাইকেলসহ টেনে নিয়ে গেল প্রাইভেট কার

অনলাইন ডেস্ক

এবার স্কুল ছাত্রকে সাইকেলসহ টেনে নিয়ে গেল প্রাইভেট কার

ভারতের উত্তর প্রদেশে হারদই এলাকায় এবার সাইকেলসহ এক স্কুলপড়ুয়াকে এক কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ চিত্র।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে কেতন কুমার নামের নবম শ্রেণির ওই শিক্ষার্থী কোচিং থেকে ফেরার সময় একটি সাদা রঙের প্রাইভেট কারের নীচে তার সাইকেলের চাকা ঢুকে যায়। ওই শিক্ষার্থীর পা আটকে যায় সেই সাথে।

ঘটনার পর গাড়ি না থামিয়ে চালক ওই শিক্ষার্থীকে এক কিলোমিটারের মতো টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা চালককে গাড়ি থামাতে বললেও তিনি সেকথায় কান দেননি। পরে একটি বাজার এলাকায় ওই চালককে থামাতে সমর্থ হয় স্থানীয়রা। আহত অবস্থায় কেতন কুমারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে দিল্লিতেও একটি প্রাইভেটকার স্কুটারসহ এক নারীকে ১৩ কিলোমিটারের বেশি টেনে নিয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

 

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর