ইরানের একটি কারাগারের বাইরে কয়েক ডজন মানুষ বিক্ষোভ করেছে। সোমবার সকালে তেহরানের কাছে কারাগারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এই কারাগারে কর্তৃপক্ষ আরও দুই বন্দীর ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে শনিবার সকালে মোহাম্মদ মেহদি কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামে আরও দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। এ নিয়ে চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান।
ইরানে মানবাধিকার রক্ষায় সক্রিয় অ্যাকটিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানান, সোমবার সকালে কর্তৃপক্ষ মোহাম্মদ গোবাদলু এবং মোহাম্মদ বোরোগহানি নামে দুই বন্দীর সাজা কার্যকর করবে। এরপর ইরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরের রাজেই শহর কারাগারের বাইরে বিক্ষোভ হয়। টুইটারে শেয়ার করা বিক্ষোভে গুলির শব্দও শোনা যায়।
ইরানের সরকারি হিসাবে, ৪১ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএচআর) হিসাবে, ইরানে চলমান বিক্ষোভ জড়িত থাকার অভিযোগে অন্তত ১০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনির (২২) মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে সর্বোচ্চ বলপ্রয়োগ করছে ইরান সরকার।
বিডিপ্রতিদিন/কবিরুল