চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা সফরে গেছে। এই সফর শেষ হওয়ার পরপরই ভারতীয় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটিতে যাবে। ভারতের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকালে চীনের প্রতিনিধিদলের সদস্যরা কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দলের নেতৃত্বে আছেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ছেন ঝাউ। বিমানবন্দরে তাদের সাদরে বরণ করে নেওয়া হয়।
আগামী বুধবার পর্যন্ত চীনা প্রতিনিধিদলের শ্রীলঙ্কায় অবস্থান করার কথা। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শ্রীলঙ্কার সরকারি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তারা শ্রীলঙ্কার হোরানায় পান্নিলা গ্রামে নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাবার ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। চীন ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেবে এ প্রতিনিধিদল।
চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের পর এটাই দলটির কোনো প্রতিনিধিদলের শ্রীলঙ্কায় প্রথম আনুষ্ঠানিক সফর।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, দুই দিনের সফরে বুধবার কলম্বো যাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে ভারতীয় একটি প্রতিনিধিদল। বিক্ষোভের মুখে রাজাপাকসে সরকারের পতন ও গত জুলাইয়ে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের ক্ষমতা গ্রহণের পর এটা হবে জয়শঙ্করের প্রথম শ্রীলঙ্কা সফর।
বিডিপ্রতিদিন/কবিরুল