‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ইতালির মাফিয়া বস মাত্তেও মেসিনা দেনারো ৩০ বছর পলাতক থাকার পর সিসিলি থেকে গ্রেফতার হয়েছেন।
মাত্তেওকে সিসিলির রাজধানী পালেরমো একটি প্রাইভেট ক্লিনিক থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি কুখ্যাত মাফিয়া গ্রুপ কোসা নস্ত্রা’র বস হিসেবে পরিচিত।
চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, বর্তমানে তাকে গোপন নিরাপদ স্থানে রাখা হয়েছে।
তাকে গ্রেফতার করতে কাজ করেছে ইতালির সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য।
২০০২ সালে এই মাফিয়া বসকে কয়েকটি হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
১৯৯২ সালে মাফিয়া বিরোধী প্রসিকিউটর জিওভানি ফ্যালকোন, পাওলো বোরসেলিনোর হত্যাকাণ্ড ও ১৯৯৩ সালে মিলান, ফ্লোরেন্স ও রোমে ভয়ানক বোমা হামলার অভিযোগ রয়েছে মেসিনা দেনারোর বিরুদ্ধে।
এ ছাড়া অপর মাফিয়া গোষ্ঠীর সদস্য মাফিওসোর ১১ বয়সী ছেলে জিউসেপ ডি মাত্তেওকে অপহরণ, নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল