ব্রিটেন ইউক্রেনে যে ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে, তা আগুনে পুড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে সহায়তায় সম্প্রতি ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন। সোমবার এর প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া।
ব্রিটেন গত শনিবার বলেছে, তারা আগামী সপ্তাহগুলোয় ১৪টি ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক ইউক্রেনে পাঠাবে। পাশাপাশি তারা অন্যান্য উন্নত আর্টিলারি সরঞ্জামও দেশটিতে পাঠাবে।
ব্রিটেনের প্রধান যুদ্ধট্যাংক ‘চ্যালেঞ্জার-২’। এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্যাংকগুলোর মধ্যে একটি।
এ ঘোষণার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা ইউক্রেনকে তাদের রুশবিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, ইউক্রেনে এখনকার ট্যাংকগুলো আগুনে পুড়ছে। ভবিষ্যতে যে ট্যাংক আসবে, তাও পুড়বে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম