১৯ জানুয়ারি, ২০২৩ ২১:৫৭

ইসরায়েলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।  

বৃহস্পতিবার ভোরে জেনিন শহরে ইসরায়েলি সেনাদের হামলা এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ফিলিস্তিনিদের নাম এদহাম জাবারিন এবং জাওয়াদ বেওয়াক্তে। 

সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে জেনিন ও নাবলুসে ইহুদিবাদী সেনাদের হামলা বৃদ্ধি পেয়েছে। তাদের বর্বর হামলায় বহু ফিলিস্তিনি মারা গেছেন এবং আরও কয়েক শ আহত হয়েছে।

পশ্চিম তীরে সম্প্রতি ইসরায়েলি হামলার মোকাবেলায় ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গুলতি কিংবা ঢিল ছুঁড়ে মারার পরিবর্তে সশস্ত্র প্রতিরোধের ঘটনায় ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

জেনিন শরণার্থী শিবিরের চারপাশে অভিযান চালিয়ে দখলদার সেনারা আশপাশের বাড়ির ছাদে তাদের স্নাইপারদের মোতায়েন করে।

সূত্র : আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর