আবুধাবির রাজপরিবার ঘনিষ্ঠ একটি কোম্পানির আদানি গ্রুপে বড় ধরনের বিনিয়োগের পরও থামছে না পতন। মাত্র ৪ দিনেই আদানি গ্রুপের খোয়া গেছে ৭০ বিলিয়ন ডলার।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের কয়েক দিনের মাথাতেই আদানি গ্রুপে এই বড় ধস নামে। মার্কিন প্রতিষ্ঠানটি আদানির বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি ও নানা রকম প্রতারণার অভিযোগ এনেছে।
আবু ধাবির রাজ পরিবার ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি আদানি গ্রুপে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
তহবিল সংগ্রহে ২.৫ লাখ শেয়ার বিক্রি করতে চাইছে আদানি গ্রুপ। আবু ধাবির কোম্পানিটি সেই শেয়ারের একটা অংশ কিনতে চলেছে।
মঙ্গলবারও আদানি গ্রুপের টোটাল গ্যাসের শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ। সেই মুহূর্তে জানা গেছে, আবু ধাবির কোম্পানিটি, আদানির তহবিল সংগ্রহকারী শেয়ারের ১৬ শতাংশ কিনছে।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/নাজমুল