যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমান ব্যবহার করে এই বেলুন ভূপাতিত করা হয়। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়েছে।
সিএনএনকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ওই বেলুন ভূপাতিত করার অনুমোদন দেন। মার্কিন নৌবাহিনী এবং কোস্টগার্ড কর্মকর্তারা বেলুন ভূপাতিত করার পর তা উদ্ধারের জন্য প্রস্তুত ছিলেন।
চলতি সপ্তাহে ওই বেলুন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে প্রথম দেখা যায়। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে এই বেলুন পরিদর্শন করে।
যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা অনেক বিস্ময়ের জন্ম দেয়।
চীন জানায়, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন উড়তে দেখা গেছে, প্রকৃতপক্ষে সেটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে।
তবে, মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি ‘বেশি উঁচুতে ভেসে বেড়াতে সক্ষম গোয়েন্দা বা নজরদারিমূলক’ উপকরণ।
চীনের বেলুন ধ্বংস করতে চাপে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে সেটি ধ্বংস করা হলো। বেলুনটি ধ্বংসের অভিযান চালানোর সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ছোট একটি বিস্ফোরণের পর একটি বেলুন নিচের দিকে পড়ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল