যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের ওপরে ক্ষেপণাস্ত্র দিয়ে এই বেলুন ভূপাতিত করা হয়।
ট্র্যাভিস হাফস্টেটলার নামে দক্ষিণ ক্যারোলিনার মার্টল সৈকতের একজন স্থানীয় ফটোগ্রাফার বলেছেন, তিনি শনিবার বিকালে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনটিকে মার্কিন সামরিক বাহিনীর গুলি করা দেখেছেন।
হাফস্টেটলারের বক্তব্য, একটি হোটেলের ১৫ তলা থেকে ঘটনাটি দেখেছেন তিনি। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের জন্য বেলুনের চারপাশে একাধিক বিমান উড়তে দেখেন। এরপর বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে বেলুন নিচে পড়তে দেখেন।
হাফস্টেটলারের মতে, সমুদ্র সৈকতের অ্যাক্সেস পয়েন্ট এবং রাস্তাগুলোতে আকাশের দিকে ক্যামেরা তাক করানো মানুষে পূর্ণ ছিল। তিনি বলেন, বেলুনটি ছিদ্র করা এবং বিচ্ছিন্ন হতে শুরু করার সাথে সাথে তিনি ফটো ধারণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল