কিয়েভে ইউক্রেনের সাথে বৃহস্পতিবার এক শীর্ষ বৈঠকে অংশ নেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সদস্যরা এই সম্মেলনে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছে।
রাশিয়া এই ঘটনার সমালোচনা করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক প্রতিক্রিয়ায় বলেন, ইউক্রেনের জন্য ব্লকের সমর্থন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর ‘আধিপত্যবাদী আকাঙ্খা’ পূরণের জন্য। জাখারোভা বলেন, অংশগ্রহণকারীরা রাশিয়াকে দুর্বল করতে চাইছে।
কিয়েভের ওই সম্মেলনে ইইউ নেতারা রাশিয়ার বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞা ঘোষণা করেন এবং ইইউ সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন নিয়েও আলোচনা করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের ইউক্রেনে আক্রমণে নির্দেশ দেওয়ার পর এটিই ছিল ইউক্রেনে এই ধরনের প্রথম শীর্ষ সম্মেলন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল