রাজনৈতিক সংকট অবসানে দুই বছর আগে মতৈক্য হওয়া পাঁচদফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে আসিয়ান।
শনিবার ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের মন্ত্রী পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।
সামরিক শাসনাধীন মিয়ানমার এখনো আসিয়ানের সদস্য হিসেবে রয়েছে। তবে সামরিক বাহিনী ও অভ্যুত্থান-বিরোধী আন্দোলনকারীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় শীর্ষ পর্যায়ের বৈঠকে সামরিক সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না।
এদিকে, মিয়ানমারের ৩৭টি প্রশাসনিক এলাকায় নতুন করে সামরিক আইন জারি করেছে জান্তা। সূত্র: নিক্কেই এশিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল