ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবে না রুশবাহিনী, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
খবর অনুসারে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চে ইসলায়েলের তখনকার প্রধানমন্ত্রী নাফতালি বেনেত মস্কো সফরে যান, তখন পুতিন তাকে এমন প্রতিশ্রুতি দেন।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে কল্পকাহিনী (ফিকশন) বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা।
মিখাইল পদোলিয়াক নামে জেলেনস্কির উপদেষ্টা টুইটারে বলেন, ইসরায়েলের সাবেক কর্মকর্তা (প্রধানমন্ত্রী) এই মধ্যস্থতার দাবি করেছেন যে, ‘পুতিন জেলেনস্কিকে হত্যা করবে না এমন নিশ্চয়তা দেন।’ এই সমাঝোতা কল্পকাহিনী ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, রাশিয়ার সামরিক অভিযান ন্যাটোর সম্প্রসারণের জন্য নয়, নিরাপত্তার নিশ্চয়তা কিংবা নিষেধাজ্ঞার জন্য। বরং এটা মস্কোর ইউক্রেনকে ধ্বংস করা এবং ইউক্রেনীয়দের হত্যার বাসনা। সূত্র: আনাদোলু
বিডিপ্রতিদিন/কবিরুল