৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৯

তুরস্কে আঘাত হানা ভূমিকম্প ‘শত বছরের মধ্যে শক্তিশালী’, লেবাননেও কম্পন অনুভূত

অনলাইন ডেস্ক

তুরস্কে আঘাত হানা ভূমিকম্প ‘শত বছরের মধ্যে শক্তিশালী’,  লেবাননেও কম্পন অনুভূত

এই ভূমিকম্পকে তুরস্কে আঘাত হানা ‘শত বছরের শক্তিশালী ভূমিকম্প’ হিসেবে উল্লেখ করা হচ্ছে

দক্ষিণ তুরস্কে আঘাত হানা ভূকম্প ৩০০ কিলোমিটার দূরের লেবাননেও অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের আবহাওয়াবিদরা এই তথ্য জানিয়েছেন।

সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত আড়াই শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পকে তুরস্কে আঘাত হানা ‘শত বছরের শক্তিশালী ভূমিকম্প’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সিএনএনের আবহাওয়াবিদ ব্রান্ডন মিলার বলেন, কয়েক শ কিলোমিটার দূরে অবস্থিত লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, লেবাননে অনুভূত হওয়া কম্পন ৪ থেকে ৪ দশমিক ৫ মাত্রার। তিনি বলেন, উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে এই কম্পনের মাত্রা ৬ থেকে ৬ দশমিক ৫ মাত্রার।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১১৮ জন নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছে, তাদের দেশে নিহতের সংখ্যা ১১১ জন, আহত পাঁচ শতাধিক। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর