৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০৯

তুরস্কে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে: মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা

অনলাইন ডেস্ক

তুরস্কে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে: মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা

৭.৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরী হয়ে ওঠা তুরস্কে ৭.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কাহরামানমারাস শহরের কাছে ওই ভূমিকম্পটির কেন্দ্র।

তবে সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

এর আগে প্রথম ভূমিকম্পে ৯১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, আরও পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন শঙ্কা করছেন বলেই আপাতত জানিয়েছেন এরদোগান।

সবমিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৩শ' ছাড়ানোর পথে। 

 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর