তুরস্কের ভূমিকম্পে ১১২১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আহত হয়েছে আরও পাঁচ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে তুরস্কের প্রতিবেশী দেশ সিরিয়াতেও ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৮৩ জন ছাড়িয়েছে। দেশটিতে আহতের সংখ্যাও ২০০০ হাজারের বেশি।
সবমিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা দুই হাজার ছোঁয়ার পথে বলেই তাদের লাইভ আপডেটে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তুরস্কে গাজিআনতেপে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হারানোর পর আরও একটি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ওই এলাকার আশপাশে। সবমিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। খারাপ আবহাওয়ার কারণে অনেক জায়গায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। আর তাপমাত্রাও নামতে পারে ৩-৪ ডিগ্রিতে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল