জ্বালানি জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) গত বছর রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। ২০২২ সালে তেল ও গ্যাস বিক্রি করে কোম্পানিটির মুনাফা হয়েছে ২৭.৭ বিলিয়ন ডলার।
২০২১ সালে বিপি'র মুনাফা ছিল ১২.৮ বিলিয়ন ডলার।
করোনার সময় থেকেই তরতর করে বাড়ছে জ্বালানির দাম। আর সেই দাম আরো তুঙ্গে ওঠে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর।
ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২৮ ডলারে পৌঁছেছিল রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। তবে বর্তমানে এই দাম ৮০ ডলারে নেমেছিল।
বিপি'র মুনাফা অর্জনের সময়ে জ্বালানিসহ নানা দ্রব্যের দাম বাড়ার কারণে ব্যাহত হচ্ছে ব্রিটিশ জনজীবন। লন্ডনে বাড়িভাড়া আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছানোর কারণে অনেককেই হিমশিম খেতে হচ্ছে, প্রায় তিন লাখ মানুষ হয়েছেন গৃহহীন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল