গত সপ্তাহে উত্তর আমেরিকার আকাশে গুলি করে ভূপাতিত করা বস্তুগুলি মনুষ্যবিহীন ছিল এবং যোগাযোগের সংকেত পাঠাতে দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে গুলি করে অন্তত তিনটি বস্তু নামানো হয়। এরপর বস্তুগুলোর ধরন, প্রকৃতি এবং উৎপত্তি নিয়ে প্রশ্ন ওঠে।
একাধিক রহস্যময় বস্তু শনাক্ত-ভূপাতিত করার আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি বড় চীনা ‘গোয়েন্দা’ বেলুন শনাক্ত হয়েছিল। ৪ ফেব্রুয়ারি বেলুনটি ধ্বংস করে যুক্তরাষ্ট্র। প্রথমে বেলুনকাণ্ড, পরে রহস্যময় বস্তুর ওড়াউড়ি নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি সোমবার সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনের কাছে সন্দেহ করার কোনো ‘নির্দিষ্ট কারণ’ নেই যে, বস্তুগুলো নজরদারি চালাচ্ছিল। তবে এটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
জন কিরবি বলেন, আমরা মূল্যায়ন করেছি যে, বস্তগুলো মাটিতে থাকা মানুষের জন্য কোনো গতিশীল হুমকি সৃষ্টি করেছে কিনা; তারা করেনি। আমরা মূল্যায়ন করেছি , তারা কোনো যোগাযোগ সংকেত পাঠাচ্ছে কিনা; আমরা শনাক্ত করতে পারিনি। তিনি বলেন, আমরা দেখতে চেয়েছিলাম, তাদের নিজস্ব চালনার ক্ষমতা আছে কিনা; আমরা এর কোনো লক্ষণ দেখিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল