ভারতের কেন্দ্রীয় শাসিত রাজ্য আন্দামান নিকোবর আইল্যান্ডের একটি জেটিতে এসে পৌঁছেছে ৬৯ জন রোহিঙ্গা নাগরিক। তাদেরকে কড়া নিরাপত্তায় ও পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।
সোমবার সকালে 'মা-বাবার দোয়া' নামে একটি যন্ত্র চালিত বোটে করে রোহিঙ্গারা নিকোবর জেলার মালাক্কা জেটিতে এসে পৌঁছায় বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, বাংলাদেশ থেকে জলপথে ইন্দোনেশিয়া যাচ্ছিল রোহিঙ্গাদের বহনকারী ওই বোটটি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি আন্দামান নিকোবর আইল্যান্ডের মালাক্কা জেটিতে এসে পৌঁছায়। এর পাশাপাশি ওই বোটটিতে জ্বালানি ও ফুরিয়ে যায়। ওই বোটটিতে ১৯ জন পুরুষ, ২২ জন নারী এবং ২৮ টি শিশু রয়েছে।
ইতিমধ্যেই ওই রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম সেখানে পৌঁছেছে। এর পাশাপাশি ভারতীয় কোস্ট গার্ড, স্থানীয় পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়।
একসঙ্গে এত রোহিঙ্গা নাগরিকদের আটকের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবগত করা হয়েছে। যদিও এই রোহিঙ্গাদের ব্যাপারে বিস্তারিত কোন তথ্য এখনো বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা।
এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তারমুগলি আইল্যান্ডে ৬৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল