ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ‘ভালোবাসার উপহার’ পাঠাল বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে তুরস্কে ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের জন্য ৭০০ কম্বল ও ২০০ জ্যাকেট পাঠিয়েছে তারা।
উপহারগুলো ইতোমধ্যে ঢাকায় টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির দফতরে পাঠানো হয়েছে।
জানা গেছে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গত কয়েক দিনে কক্সবাজারের শরণার্থী শিবিরের রোহিঙ্গারা সামর্থ অনুযায়ী টাকা দান করেছেন। সেই টাকা দিয়ে তারা ৭০০ কম্বল ও ২০০ জ্যাকেট কিনেছেন।
রোহিঙ্গা নেতা সাহাত জিয়া হিরো বলেছেন, “আমাদের সংকটের শুরু থেকেই তুরস্ক প্রাথমিক ও অন্যতম প্রধান ত্রাণ সরবরাহকারী রাষ্ট্র হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছে। বিপর্যয়ের মুখে থাকা আমাদের প্রিয় বন্ধুর এই বিপদে আমরা কীভাবে অলস বসে থাকি।”
তিনি বলেছেন, “আমরা এখানে উদ্বাস্তু এবং বেঁচে থাকার জন্য অনুদান ও অন্যদের সহায়তার উপর নির্ভরশীল। তবে এই উপহারটি আমাদের তুর্কি ভাই ও বোনদের প্রতি সীমাহীন ভালবাসা এবং সংহতি প্রকাশের প্রতীক।”
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। এতে পুরোপুরি বিধ্বস্ত হয় ভূমিকম্প কবলিত এলাকা। ভেঙে পড়ে হাজার ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা।
রিপোর্ট লেখা পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছে ৩৫ হাজার ৪১৮ জন। আর সিরিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ জনে।
ভূমিকম্পে তুরস্কে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আর সাহায্য সংস্থাগুলো বলছে, সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/কালাম