ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীনের রাষ্ট্রদূতকে তলব করেছেন।
সম্প্রতি ফিলিপানের কোস্টগার্ড অভিযোগ করে, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের জাহাজ থেকে তাদের কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে ‘মিলিটারি গ্রেড’ এর লেজার ছোড়া হয়। এতে ফিলিপাইনের কয়েকজন কোস্টগার্ড সদস্যরা সাময়িক অন্ধত্ববরণ করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এই ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানাতে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছেন।
১৩ লাখ বর্গমাইলের দক্ষিণ চীন সাগরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে আসছে চীন। ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানও দক্ষিণ চীন সাগর ও কয়েকটি দ্বীপে তাদের নিয়ন্ত্রণ দাবি করে আসছে।
বিডিপ্রতিদিন/কবিরুল