হুতি বিদ্রোহীদের কাছে ইরানের পাঠানো জব্দকৃত অস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুসারে, জব্দকৃত ৫ হাজার অ্যাসাল্ট রাইফেল এবং ১৬ লাখ রাউন্ড ছোট অস্ত্রের গোলা ইউক্রেনে পাঠানোর বিষয় ভাবছে যুক্তরাষ্ট্র। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন উপকূল থেকে মার্কিন বাহিনী ৭ হাজার প্রক্সিমিটি ফিউজ এবং অল্প পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল জব্দ করে। এগুলোও ইউক্রেনে পাঠানোর বিষয় বিবেচনা করছে ওয়াশিংটন।
প্রতিবেদনে এই সমরাস্ত্র পাঠাতে বাইডেন প্রশাসনের চ্যালেঞ্জগুলোও উল্লেখ করা হয়েছে। আর প্রধান চ্যালেঞ্জ হলো, আইনি ন্যায্যতা খুঁজে পাওয়া।
বাইডেন প্রশাসনের আইনজীবীরা আইনি ফাঁকফোকর অনুসন্ধান করছেন; যার মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠানো যেতে পারে।
রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের নৌসেনারা এসব অস্ত্র ইয়েমেন উপকূল থেকে জব্দ করে। ইরান সাগরপথে ইয়েমেনের হুতিদের কাছে অস্ত্র পাচার করে বলে অভিযোগ রয়েছে। যদিও বরাবরই এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল