প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা প্রধান প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ৬ ফেব্রুয়ারি এমন খবর বের হয়েছিল।
তবে এখনও নিজ পদে বহাল আছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।
রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে নিজ পদে বহাল থাকতে বলেছেন।
রেজনিকভকে ২০২১ সালের নভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে তিনি পশ্চিমা অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছেন। তবে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারি ওঠে।
বেশি দামে খাদ্য চুক্তি করায় উপপ্রতিরক্ষামন্ত্রীকে জানুয়ারি মাসের শেষে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স তাকে প্রশ্ন করে, আসন্ন মাসগুলোতে আপনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী থাকার প্রত্যাশা করেন কী-না। জবাবে ওলেকসি রেজনিকভ বলেন, ‘হ্যাঁ, এটা আমাদের প্রেসিডেন্টের (জেলেনস্কির) সিদ্ধান্ত।’
তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার বলেও জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল