ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জোটের সদস্য দেশগুলোকে প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন, ‘এটা নিশ্চিত যে, আমাদের ব্যয় আরও বাড়াতে হবে।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলছেই। এর মধ্যে ন্যাটোপ্রধান এই মন্তব্য করলেন।
স্টলটেনবার্গ আরও বলেন, ‘সদস্য দেশগুলোকে প্রতিরক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ন্যূনতম দুই শতাংশ ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত।’ ২০১৪ সালে এক দশকের মধ্যে এই ব্যয়ের লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হতে সম্মত হয়েছিল ন্যাটো জোট।
বিডিপ্রতিদিন/কবিরুল