প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ইউক্রেন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তার আমন্ত্রণের পুনর্ব্যক্ত করেছেন। সিএনএনের একজন প্রযোজক তার কাছে জানতে চান, নিকট ভবিষ্যতে তার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে কিনা। জবাবে জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং আমি মাঝে মাঝে সাক্ষাৎ করি। আপনি জানেন যে, আমরা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছি। সুযোগ থাকলে ইউক্রেনে সফর করতে পারলে তিনি (বাইডেন) খুশি হবেন।’
জেলেনস্কি বলেন, এটি (বাইডেনের ইউক্রেন সফর) আমাদের দেশকে সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হবে। এ সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে যোগাযোগের এখন বিভিন্ন মাধ্যম রয়েছে। তার দেশে যুক্তরাষ্ট্রের অসামান্য সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট আগামী সপ্তাহে পোল্যান্ড সফরের পরিকল্পনা করছেন। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করবেন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আনুষ্ঠানিক বার্ষিকীর আগে বাইডেন বক্তব্য দেবেন।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পরিস্থিতি ইউক্রেনের সকল এলাকার মধ্যে সবচেয়ে ভয়াবহ। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল