আরেকটি মিরাকলের সাক্ষী থাকল ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ সেই ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে দুই সন্তানসহ এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।
জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হয়েছে আন্তাকিয়া শহর থেকে বুধবার দুই সন্তানসহ ওই নারীকে উদ্ধার করা।
গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর পরবর্তী আফটারশকে শহরটির কয়েক হাজার ভবন ধসে পড়ে।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, উদ্ধারকৃত ওই নারীর নাম এলা। আর তার দুই সন্তানের নাম মিসাম এবং আলী। ভূমিকম্প আঘাত হানার প্রায় ১০ দিন পর তাদের নিজ অ্যাপার্টমেন্টের নিচ থেকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার তুরস্কের কাহরামানমারাস নামক শহর থেকে ২২২ ঘণ্টা পর ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়। ওই একই শহর থেকে পরবর্তীতে ৭৪ বছর বয়সী এক নারীকে ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় পাওয়া যায়।
এদিকে, শক্তিশালী ওই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম