যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে মনে করছেন, যুদ্ধে রাশিয়া-ইউক্রেন কেউই সামরিক লক্ষ্য অর্জন করতে পারছে না। তার বিশ্বাস, যুদ্ধ আলোচনার টেবিলেই সমাপ্ত হবে।
ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকারে মার্ক মিলে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ কী মাত্রায় ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্র সেটা পরীক্ষা-নিরীক্ষা করছে। তার দেশে মজুদ সমরাস্ত্রও যাচাই-বাছাই করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তবে অস্ত্রের মজুদ শেষ বলে শান্তি আলোচনা হবে বলে মনে করেন না মার্ক মিলে। তার বিশ্বাস, স্বাভাবিকভাবেই যুদ্ধ আলোচনার টেবিলে সমাপ্ত হবে।
মার্ক মিলে বলেন, ‘সামরিক কায়দায় ইউক্রেনে লক্ষ্য অর্জন রাশিয়ার জন্য প্রায় অসম্ভব হবে।’ তার মতে, ইউক্রেনের বিপুল এলাকা রাশিয়া দখল করবে তেমনটি অসম্ভব, এটা হবে না। একইসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের সব ভূমি থেকে রুশদের হটিয়ে দেওয়াও কিয়েভের জন্য কঠিন হবে। তিনি বলেন, ‘আমি বলছি না এটা হবে না, তবে অসাধারণভাবে অসম্ভব হবে। এটা করতে হলে রাশিয়ার সেনাবাহিনী ধস নামাতে হবে।’
এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক যৌথ সম্মেলনে মার্ক মিলে বলেছিলেন, ইউক্রেনে কৌশলগতভাবে হেরেছে রাশিয়া, পুতিনের দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল