প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেলারুশ আক্রমণের শিকার হলে মিত্র রাশিয়ার পাশাপাশি ইউক্রেনে তার দেশ লড়াই করতে প্রস্তুত রয়েছে।
লুকাশেঙ্কো বলেন, আমি শুধু একটি ক্ষেত্রে বেলারুশের ভূখণ্ড থেকে রাশিয়ানদের সাথে লড়াই করতে প্রস্তুত: যদি একজন সৈন্যও আমার লোকদের হত্যা করতে বেলারুশের ভূখণ্ডে আসে তখন।
রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা বেল্টা লুকাশেঙ্কোর সংবাদ সম্মেলন উদ্ধৃত করে এই খবর দিয়েছে।
বেলারুশের এই প্রেসিডেন্ট বলেন, যদি তারা বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তবে প্রতিক্রিয়া হবে সবচেয়ে ভয়াবহ এবং যুদ্ধ সম্পূর্ণ ভিন্নপ্রকৃতির রূপ নেবে।
রাশিয়ার সামরিক বাহিনী গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের জন্য বেলারুশের অঞ্চলকে ‘লঞ্চপ্যাড’ হিসাবে ব্যবহার করে। অর্থাৎ ইউক্রেন আক্রমণ করতে রাশিয়া বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে। পশ্চিমা দেশগুলো এর জন্য বেলারুশের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল