পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করবে সেটা তিনি ধারণা করতে পেরেছিলেন। ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া। আগের দিন সন্ধ্যায় তিনি ঘটনা আঁচ করতে পেরেছিলেন।
ন্যাটোপ্রধান স্টলটেনবার্গ বলেন, ‘আমি বিছানায় গিয়েছিলাম। কিন্তু এটা ছিল খুব ছোট একটা রাত। কারণ, কয়েকঘণ্টার মধ্যে কেউ আমাকে ডাকতে যাচ্ছে।’ স্টলটেনবার্গ বলেন, প্রকৃতপক্ষে সেটিই ঘটেছিল।
ন্যাটো মহাসচিব বলেন, ভোর চারটার কাছাকাছি প্রধান সহযোগী (চিফ অব স্টাফ) আমাকে ডাকে। তিনি আমাকে সংক্ষিপ্তভাবে জানান, ‘তারা শুরু করেছে’, মানে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছে। এটা বিস্ময়কর কিছু ছিল না মন্তব্য করে তিনি বলেন, কারণ আমরা জানতাম; এটা ঘটতে যাচ্ছে।
আল জাজিরার খবর অনুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারির কয়েক মাস আগেই ন্যাটোপ্রধান সতর্ক করেছিলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে। আগে থেকেই মস্কো ইউক্রেন সীমান্তের কাছে সেনা ইউনিট মোতায়েন করেছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল